বিশ্বের দ্বিতীয় দূষিত শহর আজ ঢাকা

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:১০ এএম
বিশ্বের দ্বিতীয় দূষিত শহর আজ ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২৬৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।

একই সময়ে ৩৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমানের স্কোর ২৩৬। চীনের চেংদু শহর ২৩৩ স্কোর নিয়ে চতুর্থ এবং চংকিং শহর ২০৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ৩০১ বা তার বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থাকে নির্দেশ করে।

বায়ুদূষণ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য এটি ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি। দূষিত বাতাসের কারণে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণসহ মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে ইটভাটার ধোঁয়া, যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া এবং বিভিন্ন নির্মাণকাজ থেকে উড়তে থাকা ধুলাবালিকে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ—সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এম

Link copied!