ছবি: প্রতিনিধি
আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত গড়ে তুলতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোটকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম।
লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই দাবির বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদান জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।
ডাকসু নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিল। গণভোটের মাধ্যমে সেই কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে তাদের দাবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, সেমিনার, বিতর্ক, পথনাটক ও সাংস্কৃতিক আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফর, সাংবাদিক, সুশীল সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন থাকবে। গণভোটের পক্ষে গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।
ডাকসুর পক্ষ থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামার আহ্বান জানানো হয়।
ডাকসু নেতাদের ভাষ্য, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে এগোবে, তার রূপরেখা নির্ধারিত হবে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
এসএইচ
আপনার মতামত লিখুন :