গুলির ঘটনা এনসিপির অফিসে নয়, স্বাধীনতা স্মরণী এলাকায় 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫৩ পিএম
গুলির ঘটনা এনসিপির অফিসে নয়, স্বাধীনতা স্মরণী এলাকায় 

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা ৩৮ নং ওয়ার্ডের স্বাধীনতা স্মরণী এলাকায় একটি ভবনে ঢুকে দূর্ত্তরা গুলি বর্ষণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর বিষয়টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেল জানিয়েছে, এ ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার স্থানটি এনসিপি কার্যালয়ের পাশে অবস্থিত।

স্থানীয়রা জানিয়েছেন, গুলির শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও কেউ আহত হয়নি। পুলিশ বর্তমানে ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে।

এসএইচ
 

Link copied!