পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৪১ পিএম
পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ায় কেউ জড়িত থাকলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারই প্রথম পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। এই উদ্যোগের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। কোনো ধরনের অপরাধ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সিআইডির সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রয়োজনে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোটগ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে বলেও জানান তিনি।

ইসি সূত্র জানায়, বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি পোস্টাল ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়েছে। কমিশনের কাছে বর্তমানে কোনো ব্যালট অবশিষ্ট নেই; সবগুলোই ডিসপ্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৫৮৪টি ব্যালট এখনও ট্রানজিটে রয়েছে এবং ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে।

কমিশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন প্রবাসী ভোটার ব্যালট হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। তবে ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া ও ইতালি থেকে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে। এ সংখ্যা কমাতে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পোস্টাল ব্যালট বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি কমিশন গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে। বাহরাইন, ওমান ও কুয়েতের ভিডিও যাচাই করা হয়েছে। লেবার-নির্ভর দেশগুলোতে অনেক প্রবাসী একই হোস্টেল বা ঠিকানায় বসবাস করায় একসঙ্গে ব্যালট বিতরণের দৃশ্য দেখা গেছে। তবে এখন পর্যন্ত ভোটের স্বচ্ছতা লঙ্ঘনের মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি জানান, বাহরাইনের ক্ষেত্রে পোস্ট অফিসকে নোট ভার্বাল পাঠানো হয়েছে এবং জাতীয় পরিচয়পত্রের সমতুল্য সিপিআর প্রদর্শন ছাড়া ব্যালট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও সরাসরি উপস্থিতি ছাড়া ব্যালট হস্তান্তর করা হচ্ছে না।

সৌদি আরব প্রসঙ্গে ইসি জানায়, সেখানে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় সৌদি আরব উল্লেখ করে ছড়ানো কিছু ভিডিও যাচাই করা সম্ভব হয়নি এবং সেগুলো ভুয়া বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে ইকামা বা পাঁচ ডিজিট কোড যাচাই ছাড়া ব্যালট দেওয়া হয় না বলেও জানানো হয়।

কুয়েতের একটি ভিডিও প্রসঙ্গে কমিশনার বলেন, সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। পোস্ট অফিসের নিচের স্তরের কিছু বাংলাদেশি কর্মচারী উৎসাহবশত ভিডিও ধারণ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আবুধাবি, দুবাই, কাতার, মালয়েশিয়া ও অন্যান্য দেশেও কোনো সমস্যার তথ্য পাওয়া যায়নি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ ভোটের জন্য আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ব্যালট ছাপানো হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) কমিশনের বৈঠকে প্রবাসে পাঠানো ব্যালটের বাইরে দেশে সরাসরি ভোটগ্রহণের ক্ষেত্রে ‘একচুয়াল ব্যালট’ ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এম

Link copied!