জঙ্গিবাদ ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে: বাম মো

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০১৬, ০৯:২৭ পিএম
জঙ্গিবাদ ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে: বাম মো

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ তুলেছেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সাত্তার। তিনি বলেছেন, অগণতান্ত্রিক ও গণবিরোধী শাসনের সুযোগে বাংলাদেশ জঙ্গি-মৌলবাদী তৎপরতা বিস্তৃত হচ্ছে। শিয়া মুসলিম-খ্রিস্টান সম্প্রদায়-বাহাই-কাদিয়ানিসহ সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের শিকার হচ্ছে। বিদেশি নাগরিক-লেখক প্রকাশকদের ঘোষণা দিয়ে খুন করা হচ্ছে। এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। বরং ভারত-মার্কিনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী বিশ্বের সমর্থন অব্যাহত রাখতে জঙ্গিবাদের ইস্যুকে রাজনৈতিকভাবে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আব্দুস সাত্তারের আরো অভিযোগ, দেশে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের বিপদ ক্রমে প্রবল হয়ে উঠেছে। স্বাধীনভাবে মত প্রকাশ ও সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারকেও নানাভাবে হরণ করে চলেছে সরকার। দেশকে তারা এক ধরনের পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। মহাজোট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থা ও তার নূন্যতম বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বছরপূর্তিকে ঘিরে আগামী ৬ জানুয়ারি ওই নির্বাচনের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র বাতিলের দাবিতে ১৩ জানুয়ারি পরিবেশ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করবেন বাম মোর্চার নেতারা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল হক, মোশরেফা মিশু, নজরুল ইসলাম প্রমুখ।


সোনালীনিউজ/এমএইউ

Link copied!