এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৪:৩৬ পিএম
এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি

ঢাকা: সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর পর দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করার দাবি তুললো হেফাজতে ইসলাম। শুক্রবার (২৬ মে) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিলে এ দাবি জানানো হয়।

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ‘কোনো অবস্থাতেই রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।’

সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিক্রিয়া জানিয়ে কাসেমী বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি মোতাবেক মূর্তি সরিয়েছেন, সেজন্য তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি (প্রধানমন্ত্রী) যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন এই দোয়া আমরা করছি।’

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘বাংলার মাটিতে আর কোনো মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁতভাঙা জবাব দেবে।’

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের আগে হেফাজত ইসলামের নেতারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি সরিয়ে নেয়ায় তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেয়া হয়।

সোনালীনিউজ/এন

Link copied!