কথা রাখছে না বিএনপিসহ ২৪ দল!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৬:৩০ পিএম
কথা রাখছে না বিএনপিসহ ২৪ দল!

ঢাকা: দলের সর্বস্তরের ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের অগ্রগতি প্রতিবেদন বিষয়ে ৪০টি দলের মধ্যে বৃহস্পতিবার (২০ জুলাই) পর্যন্ত ১৬টি দলের সাড়া মিলেছে। এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি বিএনপিসহ ২৪ টি দল।

প্রতিবেদন জমা দিয়েছে আওয়ামী লীগ, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় পার্টি-জেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

ইসি কর্মকর্তারা জানান, প্রতিবেদন জমা দেয়া দলগুলোর অধিকাংশই ২০২০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্রুতির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে তুলে ধরেছে।

গত ১৩ জুন ৪০টি দলের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন চেয়েছিল ইসি। দলগুলোর এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ইসির দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব রাজনৈতিক দল প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে সে দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ইসি। এ ক্ষেত্রে নিবন্ধন বাতিল ঝুঁকিতে থাকবে অনেক রাজনৈতিক দল।

নির্ধারিত সময় পার হলেও অধিকাংশ দলের সাড়া না পাওয়ায় পরবর্তী করণীয় বিষয়টি শিগগির কমিশনের কাছে উপস্থাপন করা হবে বলে জানান তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!