মহাস্থান সেতুতে ফাটল, ১৪ ঘণ্টা চলাচল বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০১৭, ০৯:৪৫ পিএম
মহাস্থান সেতুতে ফাটল, ১৪ ঘণ্টা চলাচল বন্ধ

ঢাকা: ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাতুরিয়ায় করতোয়া নদীর ওপর মহাস্থান সেতুতে ফাটল দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য শনিবার(১২ আগস্ট) রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার(১২ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাস্থান সেতু মেরামতকাজ চলার সময় জরুরি সেবা ও ছোট আকারের যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মহাস্থানগড় বাজার-শিবগঞ্জ-আমতলী-মোকামতলা সড়কটি ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সেতুতে ফাটল দেখা দেয়ায় এখন বিপাকে পড়েছে লাখো মানুষ। ফলে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নয়টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশের তত্ত্বাবধানে ওই সেতু দিয়ে সীমিত কিছু হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর ভারী যানবাহন চলছে মহাস্থান-শিবগঞ্জ-মোকামতলা সড়ক হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে।

সোনালীনিউজ/ঢাকা/প্রতিনিধি/আতা

Link copied!