‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৭, ০৩:০৩ পিএম
‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে সে ব্যাপারে পুলিশ কাজ করছে। জানালেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।  

সোমবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সহকারি কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যেসব দেশে পালিয়ে পালিয়ে আছে সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী কানাডায় পলাতক নূর চৌধুরীকে ফেরত পাঠাতে দেশটির বিদায়ী হাইকমিশনারের মাধ্যমে দেশটির কাছে আহ্বান জানিয়েছেন।

পুলিশ প্রধান বলেন, এসি রাহুলকে যারা গুলি করেছে, সেইসব সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ বদ্ধপরিকর। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।

গত শনিবার রাতে অস্ত্র উদ্ধারে গেলে শ্যামপুরে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। এতে ডিবির সহকারি কমিশনার রাহুল পাটোয়ারী ও সোর্স সোহেল ওরফে মৃদুল গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় রোববার বিকেলে শ্যামপুর থানায় একটি মামলা করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!