প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৬:৩২ পিএম
প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করা উচ্চ আদালতের কাজ নয়। সংসদ নিয়ে প্রধান বিচারপতি কথা বলতে পারেন না। ষোড়শ সংশোধনী বিষয়ে প্রধান বিচরপতির সরে যাওয়া উচিত ছিল।

সোমবার(২১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচানা সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বহু অবাঞ্চিত কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে জাতি বিভ্রান্ত হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Link copied!