কাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০২:২৭ পিএম
কাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

ফাইল ছবি

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর দলন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরো সুশৃঙ্খল করতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে পুরোদমে মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।

এর আগে তিনি গতকাল বুধবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ শেষে প্রথম সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

গত আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২৯ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। বাড়ি ঘরে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ, গুলি করে ও গলা কেটে রোহিঙ্গাদের হত্যার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপর রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে; যাদের সংখ্যা বর্তমানে ৪ লাখ অতিক্রম করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!