৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ১২:২৭ পিএম
৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা: ১৯৭১ সালের ৭ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর‌্য নির্মাণ, জাদুঘর স্থাপন ও দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা একটি রিট করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. বশির আহমেদ। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানী হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পটি বাস্তয়নে কর্তৃপক্ষের কাছে কাজের একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এই আইনজীবী বলেন, দুপুরে এ আবেদনের ওপর শুনানী অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আদালত এ ব্যাপারে একটি আদেশ দেবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!