এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আজাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৭:৪১ পিএম
এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আজাদ

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আবুল কালাম আজাদ। প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা শ্যামাপ্রসাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে তাকে নিয়োগ দেয়া হয়।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জ্যেষ্ঠ এই কর্মকর্তা মঙ্গলবার(১২ ডিসেম্বর) শ্যামাপ্রসাদ অধিকারীর স্থলাভিসিক্ত হন। এলজিইডির এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৮৩ সালে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদানকারী আবুল কালাম আজাদ ২০১২ সালে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হন।

মাঠপর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে ২০০৫ সালে সদর দপ্তরে প্রকল্প পরিচালক নিযুক্ত হন তিনি। আবুল কালাম আজাদের বাড়ি রাজশাহীর মহিষবাথান এলাকায়।

১৯৮২ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং ১৯৯৯ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সোনালীনিউজ/আতা

Link copied!