মাওলানা সাদকে ছাড়াই ইজতেমায় আখেরি মোনাজাত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ১০:৫৬ এএম
মাওলানা সাদকে ছাড়াই ইজতেমায় আখেরি মোনাজাত

ফাইল ছবি

ঢাকা: তালিগে জামায়াতের মুরব্বি দিল্লির মাওলানা সাদকে ছাড়াই এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার মোনাজাত হচ্ছে বাংলায়।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমায় আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো মুসল্লি।

মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যাচ্ছে। 

২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করছেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের।

আখেরি মোনাজাতের আগে সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বয়ান। ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!