কমরেড নবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:৩৪ এএম
কমরেড নবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: সিপিবির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোহম্মদ নবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায়ই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের শোষণ মুক্তির সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগামী। ৭২’এর সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, আজীবন বিপ্লবী মোহাম্মদ নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী হিসাবে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।

কমরেড নবীর মৃত্যুতে দেশ প্রগতিশীল ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের এক পরীক্ষিত সৈনিককে হারাল উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!