রাবি অধ্যাপককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ১২:৫৯ পিএম
রাবি অধ্যাপককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

রাবি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক এনামুল জহিরকে মারপিটের অভিযোগে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাবি অধ্যাপক প্রফেসর এনামুল জহিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মারপিট করে আহত করেন। এরই প্রতিাবাদে বিক্ষোভে ফেটে পড়েন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!