বদির বিরুদ্ধে অভিযোগ আছে, প্রমাণ নাই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০১৮, ০৫:১৮ পিএম
বদির বিরুদ্ধে অভিযোগ আছে, প্রমাণ নাই

ঢাকা: বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন- ‘কক্সবাজার-৪ টেকনাফ-উখিয়া আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছেও কোনও তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।’

মঙ্গলবার (২২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ।’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে পুলিশ সামনের দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক পাচারকারীদের তালিকায় এমপি বদি সামনের সারিতে আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এযাবৎ দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে জেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র‍্যাব, সাংবাদিক যারাই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে তাদের ছাড় নয়।’

প্রসঙ্গত, সারাদেশে মাদকবিরোধী অভিযানে গত ১৪ মে থেকে এ পর্যন্ত ৩৮ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও র‌্যাব সব ঘটনাকেই ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দাবি করেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!