স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৪:৪৮ পিএম
স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

ঢাকা : স্বস্তির বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। শনিবার (২৩ জুন) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে সৃষ্ট জলজটে এ দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

সকাল সাড়ে ১০টা থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর বেশিভাগ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

প্রয়োজনীয় কাজ সারতে যারা বাসা থেকে বের হয়েছিলেন তারা আটকা পড়েছেন বৃষ্টির পানিতে। একই সঙ্গে বৃষ্টির পানিতে তৈরি জলাবদ্ধতায় সৃষ্ট হয়েছে যানজটের। গত কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর আজ স্বস্তির বৃষ্টি নামে রাজধানীতে।

জানা গেছে, বৃষ্টিতে রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর, কালশি, কাজীপড়া, শেওড়াপাড়া, বনানী, শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদা, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এই অবস্থায় পানিতে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। আবার পানির কারণে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতেও দেখা যায়।

সোনালীনিউজ/জেডআরসি

Link copied!