স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও পাবেন বৃত্তি&nb

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৬, ০৪:০০ পিএম
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও পাবেন বৃত্তি&nb

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবে। এজন্য ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা রয়েছে। আইন সংশোধনের পর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।’

এছাড়া বৈঠকে ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬’ অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সোনালীনিউজ/আমা

Link copied!