প্রচার সামগ্রী অপসারণের শেষ দিন আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ১০:৩৫ এএম
প্রচার সামগ্রী অপসারণের শেষ দিন আজ

ঢাকা: নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী ও দলের প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের শেষ দিন আজ। আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিলেও এখনো রাস্তাঘাট যানবাহন, স্থাপনায় শোভা পাচ্ছে এসব প্রচারসামগ্রী। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কমিশন।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কয়েকমাস ধরেই চালিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণা। গণসংযোগ, মিটিং মিছিল ছাড়াও এসব প্রচারণার বড় অনুষঙ্গ হলো- পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন।

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত সব ধরনের প্রচারণা নিষিদ্ধ।

এজন্য গত ১১ নভেম্বর নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে ১৪ নভেম্বরের মধ্যে প্রার্থীদের যাবতীয় প্রচার সামগ্রী নিজ খরচে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। ঘোষিত সময়ের শেষদিনেও দেয়ালে দেয়ালে, স্থাপনায় ও যানবাহনে দেখা যায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার।  

নির্ধারিত সময়ের পরেও যাদের প্রচার সামগ্রী দেখা যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এসব প্রচার সামগ্রী সরিয়ে নিতে জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!