‘তারেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৮, ০৫:২১ পিএম
‘তারেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়’

ঢাকা: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে স্কাইপে বা প্রযুক্তি ব্যবহার করে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন, দেশে না থাকায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়, তাই এ বিষয়ে কমিশন কোনো পদক্ষেপ নেবে না।  

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে সোমবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

রোববার (১৮ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে তারেক রহমান যুক্ত হওয়ার পর ব্যবস্থা নেয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ। বৈঠকে অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমান ইস্যু ছাড়াও রাজধানীর নয়াপল্টনে বিএনপি মনোনয়নপত্র বিক্রির সময় সংঘর্ষ ও পুলিশের গাড়িরে আগুন দেয়া নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!