সিলেটে জোড়া খুনের ঘটনায় আটক ৩

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৬, ১০:৫১ এএম
সিলেটে জোড়া খুনের ঘটনায় আটক ৩

সোনালীনিউজ ডেস্ক

সিলেট নগরীর খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় জোড়া খুনের ঘটনায় ৩ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে খাদিমপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- পংকি, রকি ও জামাল।
রাত ১টার দিকে শাহপারান থানার ওসি নিজাম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট নগরীর খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত আরেকজন কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
নিহতরা হচ্ছেন- রাজু মিয়া (১৯) ও আবু মিয়া (২৫)। রাজু চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে এবং আবুর বাড়ি শরিয়তপুর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার রাসেল আহমদ (২২)।

Link copied!