শোভনের প্রশংসায় প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০১৯, ০৮:৩৫ পিএম
শোভনের প্রশংসায় প্রধানমন্ত্রী

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে লড়াই করে হেরে যাওয়ার পরও বিজয়ী প্রার্থীকে বরণ করে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা কুড়িয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানানো এবং নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনে যথাযথ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শোভনকে ধন্যবাদ জানান।

শনিবার (১৬ মার্চ) বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ওকে বলেছি যে জিতেছে তাকে অভিনন্দন জানাও। ফলাফল মেনে নাও। ও তাই করেছে। এ জন্য আমি শোভনকে ধন্যবাদ জানাই, ও যেভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি শান্ত করেছে তাতে ওর রাজনৈতিক নেতৃত্বই ফুটে উঠেছে। একেই বলে নেতৃত্ব।’

তিনি বলেন, ‘ও (শোভন) একজন আওয়ামী পরিবারের সন্তান। ওর দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। ওর বাবাও ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!