সংসদে শোক, ১ মিনিট নীরবতা পালন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ০৮:৩২ পিএম
সংসদে শোক, ১ মিনিট নীরবতা পালন

ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বুধবার বিকেল ৫টায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই শ্রীলঙ্কায় বোমা হামলা, বনানীর আগুনসহ সম্প্রতি দেশ ও বিদেশে দুর্ঘটনায় নিহতদের জন্য সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। পরে তা গণভোটে গৃহীত হয়।

এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কার ঘটনায় নিন্দা প্রকাশ করেন।

পরে তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাসভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। মুনাফার লোভে পণ্যে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি নয় বলেও উল্লেখ করেন তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!