‘বাসের ভাড়া অতিরিক্ত নিলেই ব্যবস্থা’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৪:৫৩ পিএম
‘বাসের ভাড়া অতিরিক্ত নিলেই ব্যবস্থা’

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানয়েছেন, ঈদে বাসের ভাড়া অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১৯ মে) দুপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া কেউ গণপরিবহন চালাতে পারবে না। সড়কে পুলিশ এ বিষয়ে তৎপর থাকবে।

উৎসবকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আমাদের গোয়েন্দারা এ বিষয়ে তৎপর রয়েছে।

তিনি বলেন, আমরা সব বিষয়কেই গুরুত্ব দিয়ে কাজ করি। আমাদের নিরাপত্তাবাহিনী প্রস্তুত আছে। সেজন্যই আমরা অনেক কিছু থেকে মুক্ত রাখতে পেরেছি। আমরা যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব বলে আশা করি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি সীমিত থাকবে। প্রতি বছরই এটি সীমিত থাকে। পুলিশ বাহিনী সবসময় তাদের সদস্যদের আগে এবং পরে ছুটি দিয়ে সমবন্বয় করে থাকে। এটা রেগুলার ডিউটি।

তিনি আরও বলেন, ঈদে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন শহরে ব্লকরেইড দেয়া হবে। ঢাকার প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!