ছবি: সংগৃহীত
মহান আল্লাহকে কটূক্তিকারী এক বাউল শিল্পীর পক্ষে বক্তব্য দেওয়ায় কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টিকে বর্জনের ঘোষণা দিয়েছিলেন জুলাই বিপ্লবে হাত হারানো যুবক আতিকুল গাজী। এক সপ্তাহ না যেতে এবার জানালেন বিএনপিতে যোগদানের ইচ্ছা।
রোববার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই তাঁর পছন্দের দল বিএনপি, আর এখন তিনি সেই দলটির পাশে থাকার সিদ্ধান্তে আরও দৃঢ় হয়েছেন।
আতিক বলেন, বিএনপির রাজনীতির প্রতি তাঁর ঝোঁক বহু দিনের। বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস, বর্তমান শাসকদের আচরণ এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক পথচলা-সবকিছু বিবেচনায় তাঁর কাছে বিএনপিই উত্তম রাজনৈতিক ধারার দল হিসেবে মনে হয়েছে। তবে ৫ আগস্টের ঘটনার পর বিএনপির অবস্থান কিছুটা পরিবর্তিত হওয়ায় তখন প্রকাশ্যে সমর্থন জানাতে পারেননি বলে জানান তিনি।
তার ধারণা, এনসিপি ও জামায়াত আলাদা রাজনৈতিক পথ নেবে। কিন্তু সময়ের সঙ্গে তারা সেই পথেই হাঁটতে শুরু করেছে, যে পথে সাময়িকভাবে গিয়েছিল বিএনপি। আতিকের মতে, গত দুই মাস ধরে বিএনপি আবারও নিজেদের মূল আদর্শের দিকে ফিরতে চাইছে, যে আদর্শের দিশা দেখিয়েছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া।
নিজের অনুভূতির কথা জানিয়ে আতিক বলেন, ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারলে নিজের জীবনকে মূল্যবান মনে হবে। এর আগে গত ২৬ নভেম্বর ভিডিও বার্তায় তিনি এনসিপিকে বয়কটের ঘোষণা দেন। বাউল ইস্যুতে এনসিপির অবস্থান অস্পষ্ট হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন। তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা মানে আল্লাহ বা রাসূলকে নিয়ে কটূক্তি করার সুযোগ নয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :