খালেদার মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৬, ০৮:২৭ পিএম
খালেদার মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে সুপ্রিমকোর্ট বার ভবনে বিক্ষোভ প্রদর্শন করেছেন শতাধিক আইনজীবী। মঙ্গলবার দুপুর পৌনে ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত সুপ্রিমকোর্ট বার ভবনে বিক্ষোভ প্রদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন- সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট গোলাম মোহাম্মাদ চৌধুরী আলাল, আবেদ রাজা, মোহাম্মাদ আলী, শরীফ ইউ আহমেদ, মির্জা আল মাহমুদ, আনিসুর রহমান ভূঁইয়া (রায়হান) প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে সরকার প্রমাণ করেছে এ সরকার তাবেদার সরকার।  সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। খালেদা জিয়ার বক্তব্যে কোনোভাবেই রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে না। অবিলম্বে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা বলেন, অন্যস্থায় আইনজীবীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবো।

সোনালীনিউজ/এমএইউ

Link copied!