৫৬ বছর পর নিবন্ধন

লাঙ্গল প্রতীক ফিরে পেতে চায় জাতীয় লীগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৭:২৪ পিএম
লাঙ্গল প্রতীক ফিরে পেতে চায় জাতীয় লীগ

ঢাকা: জাতীয় লীগের প্রথম প্রতীক ছিল লাঙ্গল। পরে এই প্রতীক এরশাদের জাতীয় পার্টি ব্যবহার করে। এখন নিবন্ধন পাওয়ার পাশাপাশি পুরোনো প্রতীক ফিরিয়ে পেতে ইসির কাছে আবেদন করবে তারা।

জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, ‌‌‘আমাদের দল থেকে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন আতাউর রহমান খান, যিনি পরে প্রধানমন্ত্রীও হন। কুমিল্লা থেকে প্রফেসর মফিজুল ইসলামও লাঙ্গল প্রতীকে এমপি হয়েছিলেন। তাই এ প্রতীকের হকদার বাংলাদেশ জাতীয় লীগ।’

১৯৬৯ সালের ২০ জুলাই সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে জাতীয় লীগ গঠিত হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে দলটির হয়ে তিনি ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের নির্বাচনে তিনি আবারও জয় পান। তবে এরশাদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার কারণে দলটি বিলুপ্ত হয়ে যায়।

দীর্ঘদিন পর নিবন্ধন পেয়ে জাতীয় লীগ এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে ফিরে আসছে। দলের বর্তমান প্রতীক ‘কলার ছড়ি’ হলেও তারা জোরালোভাবে দাবি করছে-লাঙ্গল প্রতীক তাদের ঐতিহাসিক অধিকার।

এনসিপি ও জাতীয় লীগ চূড়ান্তভাবে নিবন্ধন পেলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হবে ৫৩টি। দীর্ঘ এক যুগ পর নতুন দল যুক্ত হচ্ছে ইসির তালিকায়। এর আগে চলতি বছরের জুনে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পায়।

এসএইচ

Link copied!