ভারতের আশা, শেখ হাসিনা বিজয়ীর বেশে দেশে ফিরবে: ড. ইউনূস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৮:৪৭ পিএম
ভারতের আশা, শেখ হাসিনা বিজয়ীর বেশে দেশে ফিরবে: ড. ইউনূস

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারত বরাবরই শেখ হাসিনাকে সমর্থন করেছে। এখনো তারা হয়তো আশা করছে, হাসিনা পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসেবে।

ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও’র সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক নিয়ে উদ্বেগের প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, ‌‌‌‘বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সব সময় এ নিয়ে উদ্বিগ্ন।’

ড. ইউনূস জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সরাসরি কথা হয়েছে। তিনি বলেন, ‘আমি মোদির সঙ্গে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, যদি হাসিনাকে ভারতে রাখেন, তাহলে তিনি যেন বাংলাদেশের মানুষ বা সরকারের বিষয়ে কথা না বলেন। মোদি আমাকে বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারছেন না।’

সাক্ষাৎকারে জুলাইয়ের গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব, শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং আসন্ন নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে।

এসএইচ

Link copied!