জামায়াতের উত্থান সাময়িক, ভোটে জিতবে বিএনপি: রুমিন ফারহানা  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৩:৫০ পিএম
জামায়াতের উত্থান সাময়িক, ভোটে জিতবে বিএনপি: রুমিন ফারহানা  

ফাইল ছবি

ঢাকা: জরিপে জামায়াতে ইসলামী কিছুটা অগ্রগতি দেখালেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, জরিপ নির্বাচনের ফল নির্ধারণ করে না।

রুমিন ফারহানা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসে, প্রতিটি দলই নিজেদের অবস্থান থেকে ব্যাখ্যা দেবে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের করা জরিপে বিএনপিকে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। এসব জরিপের পদ্ধতি বা সূত্র যাই হোক, তাতে বিএনপির জনপ্রিয়তা স্পষ্ট।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে এবং ৪১ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। এই ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ভোট কিছুটা বেড়েছে বটে, তবে পিআর বা সংখ্যানুপাতিক ভোটব্যবস্থায় এই ব্যবধান খুব বেশি নয়। আওয়ামী লীগ বর্তমানে মাঠে সক্রিয় না থাকায় তাদের কিছু ভোট বিএনপি বা অন্যান্য দলের দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের একটি ভোটব্যাংক নৌকা প্রতীক ছাড়া অন্য কাউকে ভোট দেবে না, সেটি স্বাভাবিক। তবে বাকিরা হয়তো জামায়াত, এনসিপি বা বিএনপির প্রার্থীকে ভোট দিতে পারেন। ফলে বিএনপি ও তাদের সহযোগী দলের ভোটের হার স্বাভাবিকভাবেই বাড়ছে।

জরিপে এগিয়ে থাকা মানেই নির্বাচনে জেতা নয়-এ কথাও উল্লেখ করেন তিনি। রুমিন বলেন, জামায়াতের সাম্প্রতিক উত্থান বিভিন্ন কারণে হতে পারে, তবে সব জরিপে একই প্রবণতা দেখা যায়নি। জরিপের ফল নির্ভর করে এলাকার ধরন, বয়সভিত্তিক নমুনা এবং শহর–গ্রামের পার্থক্যের ওপর। বাস্তব নির্বাচনে পরিস্থিতি অনেক সময় একেবারে বদলে যেতে পারে।

এসএইচ
 

Link copied!