আরেকটি অভ্যুত্থানের আশঙ্কা, রাজনৈতিক নেতাদের সতর্ক করলেন মঞ্জু 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:২৪ পিএম
আরেকটি অভ্যুত্থানের আশঙ্কা, রাজনৈতিক নেতাদের সতর্ক করলেন মঞ্জু 

ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সতর্ক করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করলে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও তীব্র হতে পারে এবং একটি নতুন গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে দাঁড়াবে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দীর্ঘ বিরতির পর বৈঠক শুরু হয়।

কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক দলের পক্ষ থেকে বক্তব্য দেন।

মঞ্জু বলেন, সবাই জুলাই সনদ বাস্তবায়নে একমত হলেও তার প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বার বার জটিলতা তৈরি করা হচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান ঘটতে বাধ্য হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, গণরোষ থেকে পালানোর জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে।

ব‍্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ন্যস্ত করার প্রস্তাব অন্যায্য এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।

তিনি জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান কোনো সাংবিধানিক বিধান মেনে সংঘটিত হয়নি এবং এটি পুরো জাতির জন্য গৌরবের অর্জন।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নটি যতটা আইনি, তার চেয়ে বেশি রাজনৈতিক। তাই রাষ্ট্রের শাসনব্যবস্থা ও কাঠামোগত পুনর্সজ্জায় রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।

এসএইচ

Link copied!