ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশ চায়, তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে- কোনোভাবেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নয়।
শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সব সময়ই চেষ্টা করেছে কীভাবে আমাদের বিপদে ফেলা যায়। পানির হিস্যা আমরা পাইনি— তিস্তা পাইনি, ফারাক্কার ন্যায্য অংশও পাইনি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টামণ্ডলীকে দায়িত্ব দিয়েছি যেন একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায়। তবে শুনছি, কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন-এটা আমরা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ চায় সম্পূর্ণ নিরপেক্ষতা।”
তিনি বলেন, বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, কারণ বিএনপি-ই সংস্কারের জন্ম দিয়েছে। “আমরা ৩১ দফার মাধ্যমে জনগণের মধ্যে নতুন করে আশা জাগাচ্ছি,” যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।
চাইলে আমি এটাকে অনলাইন নিউজপোর্টালের জন্য আরও সংক্ষিপ্ত, ওয়েব-অপ্টিমাইজড সংস্করণেও সাজিয়ে দিতে পারি (যেমন: প্রথম আলোর ওয়েবসাইট বা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্টাইল)। আপনি কি সেই ফরম্যাটে চান?
এসএইচ
আপনার মতামত লিখুন :