পিআর দাবির আড়ালে জামায়াতের আছে রাজনৈতিক কৌশল: ববি হাজ্জাজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৭:০৫ পিএম
পিআর দাবির আড়ালে জামায়াতের আছে রাজনৈতিক কৌশল: ববি হাজ্জাজ

ফাইল ছবি

ঢাকা: জাতীয় রাজনীতিতে পিআর পদ্ধতি নিয়ে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, তা প্রকৃতপক্ষে জামায়াতের আসল দাবি নয়। রাজনৈতিক বিশ্লেষক ববি হাজ্জাজ জানিয়েছেন, পিআর নিয়ে আন্দোলন মূলত রাজনৈতিক কৌশল। এর উদ্দেশ্য হলো নির্বাচনী পরিবেশে দ্বন্দ্ব সৃষ্টি করা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রভাব বিস্তার করা।

ববি হাজ্জাজ বলেন, দেশের জনগণ পিআর পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র আগ্রহ দেখাচ্ছে, কিন্তু জামায়াতের মূল লক্ষ্য এই নয়। তারা নির্বাচনের সময় নিজেদের প্রভাব বাড়ানোর জন্য এটি ব্যবহার করছে। পিআর বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য আসতে পারে, কিন্তু জামায়াতের এই দাবির পেছনে সত্যিকারের জনমত নেই।

তিনি আরও বলেন, “জামায়াত মূলত রাজনৈতিক কৌশল গ্রহণ করছে। তারা চেষ্টা করছে জনগণকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থান দৃঢ় করতে।” ববি হাজ্জাজ মনে করান, নির্বাচনের সময় যে দলগুলি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সক্ষম হবে, সেগুলি প্রকৃত গণতান্ত্রিক শক্তি হিসেবে সাফল্য পাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পিআরকে কেন্দ্র করে জনমনে তৈরি উত্তাপ রাজনৈতিক চাহিদা নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তার ও নির্বাচনী কৌশলের অংশ। তাদের মতে, জনগণ ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে।

এই প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘যে কোনো নির্বাচন প্রক্রিয়ার সত্যিকারের মূল্য জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা দ্বারা নির্ধারিত হবে। পিআর বা অন্য কোনো রাজনৈতিক দাবি কৌশলগত হতে পারে, কিন্তু জনগণ তার প্রভাব নির্ধারণ করবে।’

এসএইচ

Link copied!