জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপিসহ যে ৫ দল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৬:৫৫ পিএম
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপিসহ যে ৫ দল

ফাইল ছবি

ঢাকা: বহুল প্রতীক্ষি ও ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে ২৫টি দল স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ধারার চারটি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার এই সনদে স্বাক্ষর করেন।

এনসিপিসহ যেসব বাম দলগুলো জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেনি সেগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানিয়েছে দলগুলো। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না। এতে বলা হয়েছে, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

আগেই রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সংবলিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছিল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন দলগুলোর তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিকে প্রকারান্তরে ‘অস্বীকার’ করা হচ্ছে এই সনদে।

পিএস

Link copied!