কোথায় থেকে নির্বাচন করবেন জানালেন নাহিদ ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৬:০৪ পিএম
কোথায় থেকে নির্বাচন করবেন জানালেন নাহিদ ইসলাম

ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই এগোচ্ছি। আমি ঢাকা থেকেই দাঁড়াবো। আর কে কোন আসনে দাঁড়াচ্ছে, সেই প্রার্থী তালিকা এ মাসেই চূড়ান্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দল হলেও দ্রুত নির্বাচন চাই। এই এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। দল গঠনের জন্য পর্যাপ্ত সময় পাইনি। তবে দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন অত্যাবশ্যক। ফেব্রুয়ারিকে ধরে আমরা সর্বাত্মক প্রস্তুতি নেব।’

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচন পেছানোর অভিসন্ধি আছে। এক দল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা চাই না। যথাসময়ে নির্বাচন হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাবে।”

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, ‘গণভোটের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে-তবে মূল বিষয় হলো আদেশ জারি ও বাস্তবায়ন। প্রেসিডেন্ট অফিস থেকে জারি করলে এর আইনি ও রাজনৈতিক ভিত্তি হবে না। বরং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে শেষ পেরেক মারা হবে। তাই জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।’

এসএইচ 
 

Link copied!