ফাইল ছবি
ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তাসনিম জারা। তবে তার জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
এদিকে এনসিপিতে থাকা অবস্থায় নির্বাচন করার জন্য গণ-অনুদান চেয়ে টাকা তুলেছিলেন তাসনিম জারা। দল থেকে বের হয়ে যাওয়ার কারণে এখন অনেকেই তাদের টাকা ফেরত চাইছেন তার কাছে। এ বিষয়টি নিয়ে অনুদান দাতাদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সাবেক এই এনসিপি নেত্রী।
তিনি ঘোষণা দিয়েছেন, দল থেকে পদত্যাগ করার কারণে তার নির্বাচনী তহবিলে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দেওয়া অর্থ যারা ফেরত চাইবেন, তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তাসনিম জারা।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তাসনিম জারা তার ভিডিও বার্তায় বলেছেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে নির্বাচন করতে পারব কি না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব।
নিজের আইনজীবীর বরাত দিয়ে তিনি আরও জানান, আপিলে বলার মতো শক্ত যুক্তি ও অতীতের নজির রয়েছে। বাংলাদেশের পরিবর্তন নিয়ে আশাবাদী তাসনিম জারা সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি।’
পিএস
আপনার মতামত লিখুন :