চীনের সিল্ক রোডে যোগ দিবে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১০, ২০১৭, ০৬:৪৮ পিএম
চীনের সিল্ক রোডে যোগ দিবে বাংলাদেশ

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি আসিয়ানভূক্ত দেশগুলোর সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপন করার পদক্ষেপ নিবে। চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (যা সিল্ক রোড নামে পরিচিত) এ অন্তর্ভূক্ত হবে বাংলাদেশ।

ভিশন ২০৩০ তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। বুধবার (১০ মে) বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। রাজধনীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় খালেদা জিয়া বলেন, এছাড়াও দেশর অভ্যন্তরে যোগাযোগ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেবে বিএনপি। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করবে বিএনপি সরকার।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Link copied!