ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত প্রধান বিচারপতির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৭:৩১ পিএম
ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত প্রধান বিচারপতির

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকারের নির্দেশে ভাস্কর্য অপসারণ করা হয়নি। প্রধান বিচারপতি নিজে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শুক্রবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহর মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মওদুদ আহমদ আরো বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নেওয়ার আগে গতকাল বৃহস্পতিবার উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে সভা করেন। সেখানে আইনজীবীরা তাকে এটি সরানোর পরামর্শ দেন। কারণ এই ভাস্কর্য নিয়ে কোনো বিতর্ক থাকুক বা প্রধান বিচারপতিকে বিতর্কিত করা হোক এটা আইনজীবীরা চান না।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দীন, হাবিব উন নবী খান প্রমুখ বক্তব্য দেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!