মন্ত্রী সভায় থাকাটা জাতীয় পার্টির জন্য লজ্জার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০১৭, ০৩:৩৩ পিএম
মন্ত্রী সভায় থাকাটা জাতীয় পার্টির জন্য লজ্জার

ঢাকা: মন্ত্রী সভায় থাকাটা জাতীয় পার্টির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন- সাংবিধানিক সংকট তৈরি হবে বিধায় সরকারের পদত্যাগ চায় না জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন এরশাদ।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ হচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা লিখতে না পারলে দেশের মানুষ জানতে পারবে না।

এ সময় তিনি বলেন, ৫৭ ধারায় সাংবাদিক নির্যাতন করা যায়। সত্য নিষ্ঠ খবর প্রকাশ করার জন্য সাংবাদিকরা নির্যাতিত হয়। আমরা সোচ্চার কণ্ঠে এর প্রতিবাদ করবো।

তিনি আরো বলেন, আমাদের তিনজন মন্ত্রী সরকারে আছে। এটা আমাদেরে জন্য লজ্জার ব্যাপার। আশা করি আমরা এ লজ্জা থেকে একদিন মুক্তি পাবো। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা সুযোগ পেলে বেরিয়ে আসবো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!