২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৮, ০৮:৫৪ পিএম
২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ফাইল ছবি

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন বছরের কর্মপরিকল্পনা এবং আগামী নির্বাচনকে সমানে রেখে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নতুন বছরে প্রথমবারের মত বৈঠকে বসছেন বেগম জিয়া। ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের সম্পাদকগণ এবং অঙ্গদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

সোনালীনিউজ/জেএ

Link copied!