মনোনয়নপত্র নিতে পারেননি বিএনপি নেতা শাকিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৮:৩০ পিএম
মনোনয়নপত্র নিতে পারেননি বিএনপি নেতা শাকিল

ঢাকা: উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ মনোয়নপত্র সংগ্রহ করতে পারেননি। ব্যাংক বন্ধ থাকায় ‍শনিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়েও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি তিনি। 

ইসি কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হয়। যেকোনো তফসিলি ব্যাংকে টাকা জমা দিয়ে সেই রশিদ জমা দিতে হয়।

এ বিষয়ে শাকিল বলেন, ব্যাংক বন্ধ থাকার কারণে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলাম না। কালকে (রোববার) এসে নিয়ে যাব। এখানে আমার ভুল নেই, কমিশনেরও ভুল নেই। কমিশন ব্যাংক খোলা রাখতে বলেছেন, কিন্তু ব্যাংক খোলা রাখা হয়নি।

দলের কোনো সংকেত পেয়েছেন কিনা জানতে চাইলে শাকিল বলেন, সংকেতের কিছু নেই। নেতৃবৃন্দের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, আরও যোগাযোগ করব। দল থেকে যাকে মনোনয়ন দেবে আমি তার হয়ে কাজ করব।

ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানোর জন্য ৯ তারিখেই চিঠিতে স্বাক্ষর হয়েছে। এটা কমিউনিকেশন গ্যাপের কারণে হতে পারে।

সোনালীনিউজ/জেএ

Link copied!