সিলেটে খালেদা জিয়া

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৮, ০৬:০৬ পিএম
সিলেটে খালেদা জিয়া

ফাইল ছবি

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে পৌঁছেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে বিকাল ৪টায় সিলেট পৌঁছান তিনি।

সুরমা নদীতে স্থাপিত হুমায়ুন রশীদ সেতু দিয়ে সিলেটে প্রবেশ করেন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা উপজেলায় পৌঁছালে বিএনপির অসংখ্য নেতা-কর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে দলীয় নেত্রীকে  উষ্ণ অভ্যর্থনা জানান তারা।

সিলেটের জেলা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন খালেদা জিয়া। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারতের উদ্দেশে রওনা দেবেন।

যদিও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে পথে পথে দলটির নেতা-কর্মীরা বাধার শিকার হয়েছেন। দলটির নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়েছে।

কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কোথাও সরকারি দলের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়।

সোনালীনিউজ/আতা

Link copied!