২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৫:১৯ পিএম
২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

ঢাকা: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। এ বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যান অন্যথায় নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চাইবে দলটি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই। এটার অনুমতির জন্য আমরা ডিএমপিতে চিঠি দেব। আশা করি তারা আমাদেরকে অনুমতি দেবে। অন্যথায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/জেএ

Link copied!