আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০১৮, ০৪:৪৫ পিএম
আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে দেশ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশ আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে। ব্যাংকে চলছে হরিলুট। হাজার হাজার কোটি টাকা অবাধে লুট হচ্ছে। আর এই লুটপাটে সহায়তা করছে খোদ সরকার।

কোটি কোটি ডলার পাচার হচ্ছে এবং বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলছে এই লুটপাটকারীরা। এখনই এদের থামাতে হবে। গণতন্ত্র হুমকির মুখে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না বলেও তারা মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ মার্চ) সিপিবি’র সূত্রাপুর থানার উদ্যেগে লোহারপুলে পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা উত্তোলন করা হয় এবং লাল পতাকা মিছিল সমাবেশে নেতৃবৃন্দ এ আশঙ্কার কথা জানান।

পতাকা উত্তোলন করেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি কমরেড আবু তাহের বকুল। পতাকা উত্তোলনের পর আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, থানা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা, জাহিদ হোসেন খান ও সাইফুল ইসলাম সমীর।

সোনালীনিউজ/আতা

Link copied!