কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৮, ০১:৩৭ পিএম
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

ঢাকা : খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। তবে দলীয় চেয়ারপারসনের কারাবাস দীর্ঘ হলে এসব কর্মসূচি শান্তিপূর্ণ নাও থাকতে পারে বলে জানাচ্ছেন জ্যেষ্ঠ নেতারা। আন্দোলন জোরদারের জন্য সারাদেশে আরো কর্মসূচি দেয়ার পরিকল্পনা তাদের।

জিয়া অরফানেজ মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে কারাগারে। হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করেছে।

দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। তবে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হবে বলেই মনে করছেন জ্যেষ্ঠ নেতারা।

দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সারাদেশে সভা-সমাবেশ করে চেয়ারপারসনের মুক্তির পক্ষে জনমত বাড়াতে চান তারা। তবে দলীয় প্রধানের কারাবাস দীর্ঘ হলে কর্মসূচির ধরনও পাল্টে যেতে পারে।

খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার নির্বাচন করতে পারবে না বলেও মনে করছেন বিএনপি নেতারা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Link copied!