সরকারের মদদেই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮, ০২:৫৫ পিএম
সরকারের মদদেই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: রিজভী

ঢাকা: সরকারের মদদেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সমঝোতার বৈঠক লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে গত দুদিনে পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হানাদের হামলাকেই মনে করিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের ওপর হামলা করা হয়েছে। গুলি করা হয়েছে, টিয়ারশেল মারা হয়েছে। হাসপাতালে যেভাবে শত শত ছাত্র কাতরাচ্ছে তাতে মানুষের কষ্ট হয়েছে।'

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো দখল করেছে ছাত্রলীগরা। তারাইতো ভাঙচুর করেছে। সাধারণ ছাত্ররা তো ভাঙচুর করেনি, তারা জানিয়েছে। তাহলে কেন দোষীদের ধরা হচ্ছে না?


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!