খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখতে নানা পরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৮, ০৫:৩৩ পিএম
খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখতে নানা পরিকল্পনা

ঢাকা : সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখতে নানা পরিকল্পনা করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ একেবারেই সরকারের নির্দেশে করা হয়েছে। এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের  (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে জাতীয় ঐক্য ফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রথম থেকেই চেষ্টা করা হয়েছে বিনাবিচারে বা ন্যায়বিচার ছাড়াই তাকে (খালেদা জিয়া) সাজা দেয়ার। আদালতকে সেভাবেই সিদ্ধান্ত জানিয়েছে বা আদালতকে ব্যবহার করছে। আদালতে খালেদার অনুপস্থিতিতে বিচার কাজ চালানো ও রায় ঘোষণা করা সম্পূর্ণ বেআইনি। আমি মনে করি, বাংলাদেশে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা তারই প্রমাণ।

তিনি আরো বলেন, যুক্তি-তর্ক উপস্থাপনের বিষয়, আত্মপক্ষ সমর্থনের বিষয়সহ বিভিন্ন বিষয় বাকি ছিল। তা আদালত নেয়নি। বিচার পরিপন্থি এরকম কাজের তীব্র প্রতিবাদ জানাই আমরা।

আগামী ২৩ অক্টোবর জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ সিলেটে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!