‘ঐক্য ছাড়লে স্থান হবে আস্তাকুঁড়ে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০৬:২৮ পিএম
‘ঐক্য ছাড়লে স্থান হবে আস্তাকুঁড়ে’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় ঐক্য থেকে যারা ছিটকে যাবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ইতিহাস তাদের ধিক্কার দিবে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। সম্মিলিত ছাত্র ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, আজকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা আছি সেখানে। বামদলগুলো যে দাবিনামা পেশ করেছে, সেটা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এমনকি চরমোনাই পীরসাহেবও যে দাবি উত্থাপন করেছেন সে দাবিগুলো আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, এই সঙ্গতিপূর্ণতা থাকার পরও যারা ঐক্য থেকে ছিটকে পড়বে। তারা মূলত ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

সংগঠনের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, কৃষক দলের জাহাঙ্গীর আলম, যুব দলের কাদের সিদ্দিকী।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি কামাল হোসেনের সঙ্গে জোট বাঁধার পর তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!