‘বিএনপি-জামাতের নির্বাচন বানচালের দাবার গুটি ড.কামাল’

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৬:১৮ পিএম
‘বিএনপি-জামাতের নির্বাচন বানচালের দাবার গুটি ড.কামাল’

ঢাকা : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি-জামাতের নির্বাচন বানচালের দাবার গুটি ড. কামাল। ড. কামাল-মান্না গং বিএনপি-জামাতের লেজ। বিএনপি তথা জাতীয় ঐক্য জোট দেশে কোন নির্বাচন চায় না। তারা চায় জঙ্গি নেত্রী খালেদা জিয়ার মুক্তির নামে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি। এ লক্ষ্যে নিয়েই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। ঐক্যজোটের নামে তারা দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’

বুধবার (১৭ অক্টোবর) বিকালে সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন জাসদের উদ্যোগে আজাদ মেমোরিযাল হাইস্কুল মাঠে জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশ কোন পথে যাবে? উন্নয়ন, সমৃদ্ধির পথে? না জঙ্গীবাদের পক্ষে, সন্ত্রাসীর পক্ষে? সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে জনগণের।’

রাজাকার জঙ্গিদের ক্ষমতার বাইরে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকতে তিনি সবার প্রতি আহবান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি অ্যাড. তানজিলুর রহমান এনাম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জেলা যুবজোটের সভাপতি মঈনুল হক ডাবলু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমুখ। আনুষ্ঠান পরিচালনা মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক  শফিকুল ইসলাম শফি মেন্বার।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!