সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ, প্রচারণায় বাধার অভিযোগ

  • সিলেট ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১০:০৪ পিএম
সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ, প্রচারণায় বাধার অভিযোগ

সিলেট : সিলেটে সমাবেশ ও হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশকে সফল করার জন্য ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সিলেট বিএনপি।

সমাবেশে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটাতে সিলেটের বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমাবেশের প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারি মাঠে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট। সমাবেশ সফল করার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে বিকালের দিকে সিলেট আসেন  ড. কামাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা।

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মিন্টু, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা।

এদিকে, পুলিশের পাহারায় সিলেটের রেজিস্টারি মাঠে গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে চলে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ তৈরির পাশাপাশি চলে প্যান্ডেল তৈরির কাজ। এ সময় নেতারা অভিযোগ করেছেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে নগরে মাইকিং করা শুরু হলেও পুলিশ তাতে বাধা দিচ্ছে। এমনকি মাইকিং করার গাড়িগুলোও থানায় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এমন অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি বলেন, ‘এতেই বোঝা যায় পুলিশ আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা আশঙ্কা করছি বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা আসার সময় পুলিশ ধরপাকড় করবে।’

বিএনপির এই নেতা আরও জানান, ‘পুলিশ আমাদের সমাবেশ করার জন্য ১৪টি শর্ত দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি সমাবেশের স্বার্থে। কিন্তু তাতেও পুলিশের মন শান্ত হচ্ছে না। আমাদের নেতাকর্মীদের ইতোমধ্যে পুলিশের নির্দেশনাগুলো জানিয়ে দেওয়া হয়েছে।’

সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, ‘পুলিশের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোরই মধ্যে রয়েছে তারা নগরে কোনও ধরনের মাইকিং করতে পারবে না। যদি মাইকিংয়ের প্রয়োজন হয় তাহলে তারা উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে মাইকিং করতে পারবেন। তারা শর্ত না মেনে মাইকিং করছেন। তাই পুলিশ অভিযান চালিয়ে মাইকিং করার যানবাহন ধরে নিয়ে আসছে।’

সমাবেশে নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। মঙ্গলবার থেকে সমাবেশের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!